রিয়ালে কত নম্বর জার্সি পাচ্ছেন এনদ্রিক

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ১৪:৫৯
শেয়ার :
রিয়ালে কত নম্বর জার্সি পাচ্ছেন এনদ্রিক

২০২২ সালের ডিসেম্বরে ১৬ বছরের ব্রাজিলিয়ান তারকা এনদ্রিকের সঙ্গে চুক্তি করেছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে তখনই পালমেইরাসে খেলা এই তারকাকে উড়িয়ে আনতে পারেনি রিয়াল। বয়স ১৮ হওয়ার আগে ব্রাজিল ছাড়তে পারতেন না তিনি। 

তখনই জানা গিয়েছিল, ২০২৪ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ তাকে আনুষ্ঠানিকভাবে ক্লাব স্বাগত জানাবে। আজ শনিবার সেই দিন। সান্তিয়াগো বার্নাব্যুতে এনদ্রিককে স্বাগত জানানো হবে। যদিও এর আগে থেকেই কৌতুহল, সবচেয়ে সফল এই ক্লাবটিতে কত নম্বর জার্সি পরবেন এনদ্রিক?

প্রথমে কথা ছিল, রিয়াল মাদ্রিদে ৯ নম্বর জার্সি পাচ্ছেন এনদ্রিক। তবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ার পর তাকে দেওয়া হয় এই জার্সি। তাই, প্রথম মৌসুমে এনদ্রিককে নাকি দেওয়া হবে ১৬ নম্বর জার্সি। এমন তথ্য জানিয়েছেন জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ‘এএস স্পোর্টস’। 

১৬ নম্বর জার্সিতে অবশ্য নতুন নন এনদ্রিক। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে প্রথম যখন সিনিয়র লিগে এনদ্রিকের অভিষেক হয়, তখন তার বয়স ছিল ১৬। তাই ১৬ নম্বর জার্সিই বেছে নিয়েছিলেন এই তারকা। পরে অবশ্য ৯ নম্বর জার্সি পান এই তারকা। প্রসঙ্গত, ২০৩০ সাল পর্যন্ত রিয়ালে থাকবেন এনদ্রিক।