টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নুরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
২৬ জুলাই ২০২৪, ২১:০০
শেয়ার :
টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নুরের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ডুবিতে নিখোঁজ নুর মোহাম্মদ সৈকতের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টের ভাঙার মুখ এলাকা থেকে মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মারা যাওয়া নুর মোহাম্মদ সৈকত সেন্টমার্টিনের বাসিন্দা ছলিম উল্লার ছেলে।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টের ভাঙার মুখে নুর মোহাম্মদের মরদেহ ভেসে আসে। তাকে শাহপরীর দ্বীপে দাফন করা হবে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে, সকালে এই ঘটনায় (ট্রলার ও স্পিডবোট ডুবিতে) টেকনাফ পশ্চিম সৈকতে দুই জনের মরদেহ ভেসে আসে। মারা যাওয়ারা হলেন- মৃত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) ও মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০)। তাদের মধ্যে ইসমাইল ট্রলারের যাত্রী। ফাহাদ স্পিডবোট নিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়েছিলেন।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার সময় সাগরে মাছ ধরার ট্রলারটি ১২ জন যাত্রী নিয়ে ডুবে যায়। স্থানীয়দের তৎপরতায় ১১ জন উদ্ধার হলেও নুর মোহাম্মদ সৈকত নিখোঁজ ছিলেন। তাকে খুঁজতে গিয়ে বুধবার সন্ধ্যায় স্পিডবোট ডুবে আরও দুই যুবক নিখোঁজ হন। আজ সকালে দুই জনের মরদেহ এবং বিকেলে নুর মোহাম্মদ সৈকতের মরদেহ উদ্ধার হয়।