বাংলাদেশকে ৮০ রানে আটকে দিল ভারত
নারী এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ব্যাটিংয়ে মোটেও ভালো করতে পারেনি টাইগ্রেসরা। পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ৮০ রানের বেশি করতে পারেনি দলটি।
দলের হয়ে চারে নামা জ্যোতি ও আটে নামা স্বর্না আক্তার ছাড়া কেউই পাননি দুই অঙ্কের রানের দেখা। ব্যাট করা অন্য ৮ জনের মধ্যে সর্বোচ্চ ৮ রান করেছেন ইশমা তানজিম। ৫১ বলে ২টি চারে ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। আর ১৮ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন স্বর্না।
শেষদিকে স্বর্না একশ ছাড়ানো স্ট্রাইকরেটে ব্যাট না করলে ৬০ রানের মধ্যেই আটকে যেতে পারত বাংলাদেশ। কারণ, ১৩ ওভার ৩ বলে ৪৪ রান তুলতেই ৬ উইকেট হারায় দলটি। সপ্তম উইকেটে জ্যোতি ও স্বর্না ৩৬ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত ওই রানেই থামে বাংলাদেশ। শেষ ওভারে কোনো রানই করতে পারেনি দলটি।
ভারতের হয়ে বল হাতে দুর্ষর্ধ ছিলেন রেনুকা সিং ও রাধা যাদব। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন রেনুকা। আর সমান ওভারে সমান মেডেন দিয়ে ১৪ রান খরচায় ৩ উইকেট নেন রাধা।
ডাম্বুলায় আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন সাবিকুন জেসমিন। তার জায়গায় দলে এসেছেন পেসার মারুফা আক্তার।
‘এ’ গ্রুপে সবকয়টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ওঠে বারত। অন্যদিকে ‘বি’ গ্রুপে রানার্স আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে টাইগ্রেসরা। টুর্নামেন্টের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের। পরে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে সেমি নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল।
প্রসঙ্গত, নারী এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। মোট ৯টি আসরের মধ্যে এখন পর্যন্ত ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিপরীতে ২০১৮ সালে প্রথমবার শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ।