‘পাকিস্তানে প্রায় প্রতিদিনই ঘটনা ঘটে, কেন সেখানে যাবে ভারত’

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১৩:১২
শেয়ার :
‘পাকিস্তানে প্রায় প্রতিদিনই ঘটনা ঘটে, কেন সেখানে যাবে ভারত’

৮ দলের অংশগ্রহণে আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হওয়ার কথা। তবে সেই টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে পাকিস্তানে না যাওয়ার ঘোষণা দিয়েছে ভারত। ভারতের এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন দেশটির সাবেক স্পিনার হরভজন সিংও। 

পাকিস্তানে না যাওয়ার পেছনে নিরাপত্তার ইস্যুতে জোর দিয়েছেন হরভজন। ২০০৮ সাল থেকে একই কারণে পাকিস্তান সফর থেকে বিরত আছে দেশটি। সবশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সেই টুর্নামেন্টেও পাকিস্তানে যায়নি ভারত। তাদের জন্য টুর্নামেন্ট আয়োজিত হয় ‘হাইব্রিড মডেল’ অনুযায়ী। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকায় আয়োজন করে পাকিস্তান। 

আগামী চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা যেতে পারে একই মডেল। ভারতের খেলা সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলংকায় আয়োজন করা লাগতে পারে পাকিস্তানের। 

পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে একমত হরভজন বলেন, ‘কেন পাকিস্তানে যাবে ভারত? পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। অবস্থা এমন যে প্রায় প্রত্যেকদিন ঘটনা (হামলা-দুর্ঘটনা) ঘটে। সেখানে যাওয়া দলের জন্য নিরাপদ নয়। বিসিসিআইয়ের (ভারতের ক্রিকেট বোর্ড) সিদ্ধান্ত পুরোপুরি সত্য- খেলোয়াড়দের নিরাপত্তার চেয়ে কোনো কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি বিসিসিআইয়ের সিদ্ধান্ত পুরোপুরি সমর্থন করি।’

২০০৮ সালের এশিয়া কাপের পর আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিই পাকিস্তানের মাটিতে হতে যাওয়া বড় কোনো টুর্নামেন্ট। এটি সফল করতে উদ্যোগের কোনো কমতি রাখছে না দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। যদিও ভারতের না যাওয়ার সিদ্ধান্ত কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে দেশটিকে।