প্যারিস অলিম্পিকে প্রথম বিশ্বরেকর্ড সি–হিওনের

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১২:১৯
শেয়ার :
প্যারিস অলিম্পিকে প্রথম বিশ্বরেকর্ড সি–হিওনের

প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কতা আজ শুক্রবার। তবে গত বুধবারই শুরু হয়ে গেছে ফুটবল ও রাগবি ইভেন্ট। ফুটবল প্রথম দিনে ব্যাপক আলোচনা-সমালোচনা জন্ম দেওয়ার পর গতকাল আর্চারিতে দেখা গেল বিশ্বরেকর্ড। 

আর্চারির র‌্যাঙ্কিং রাউন্ডে আগের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার লিম সি–হিওন। নিজের দেশের দুজনেরই রেকর্ড ভেঙেছেন এই তারকা। মেয়েদের রিকার্ভের এককে ৬৯৪ পয়েন্ট তুলে নিয়েছেন তিনি। এর আগে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাং চেইয়োংয়ের ৬৯২ পয়েন্ট ও ২০২০ টোকিও অলিম্পিকসে আন শানের ৬৮০ পয়েন্ট তুলেছিলেন। 

দলগত বিভাগেও রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। অলিম্পিক রেকর্ড গড়ার পথে ২ হাজার ৪৬ পয়েন্ট তুলেছে তারা। রিকার্ভ মিশ্র দ্বৈতেও অলিম্পিকসে নিজেদের রেকর্ড ভেঙেছে দেশটি। পুরুষ এককে র‌্যাঙ্কিং রাউন্ডে সবচেয়ে বেশি পয়েন্ট কিম উ জিনের (৬৮৬)। সি–হিওন ও তার মিলিত স্কোর ১৩৮০। এর আগের রেকর্ড পয়েন্ট ছিল ১৩৬৮।