বাংলাদেশ ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, অনুমোদনের অপেক্ষায় মিল
বাংলাদেশ থেকে চলে গেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মিল। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য উত্তরসূরি ডেভিড মিলের নিয়োগের বিষয়টি সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব সম্পন্ন করে মঙ্গলবার নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ ছেড়েছেন। চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ এখন দূতাবাসের দায়িত্বে আছেন।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
পিটার হাস ২০২২-এর ১ মার্চ ঢাকায় পৌঁছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসাবে তার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
হোয়াইট হাউস এই বছরের ৯ মে, কূটনীতিক ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেয়। ২০ মে হোয়াইট হাউস সিনেটকে তাদের এই মনোনয়নের কথা জানায়। সেই মনোনয়ন এখন সিনেটের কনফারমেশন বা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?