পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছা নেই: শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১১:৪২
শেয়ার :
পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছা নেই: শোয়েব মালিক

টেস্ট ও ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। শুধুই টি-টোয়েন্টি খেলে যাচ্ছিলেন ৪২ বছর বয়সী এই তারকা। তবে পাকিস্তানের ছোট সংস্করণের দলেও দীর্ঘদিন ধরে নেই তিনি। এবার জানিয়ে দিলেন, কোনো সংস্করণেই আর পাকিস্তানের জার্সি গায়ে চাপাবেন না তিনি। 

সম্প্রতি ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব মালিক জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তিনি। পাকিস্তানের হয়ে খেলার প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘না, আমি এত বছর ধরে খেলার পরে খুশি ও সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছা নেই আমার।’

শোয়েব আরও বলেন, ‘আমি এরই মধ্যে অন্য দুই সংস্করণ (টেস্ট ও ওয়ানডে) থেকে অবসর ঘোষণা করেছি। আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি। আমি যখনই খেলার সুযোগ পাই, আমি এর পূর্ণ ব্যবহারের চেষ্টা করি।’

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের প্রশ্নে শোয়েব মালিক বলেন, ‘আমার কোনো ইচ্ছা নেই কিন্তু আমি আমার আগের সাক্ষাৎকারে বলেছি, আমি একবারেই শেষবারের মতো সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেব।’

পাকিস্তানের হয়ে ১২৪ টি-টোয়েন্টি ম্যাচে ২ হাজার ৪৩৫ রান করেছেন শোয়েব। ৯টি ফিফটি, ১২৫.৬৪ স্ট্রাইকরেট ও ৩১.২১ গড়ে এই রান করেছেন ৪২ বছর বয়সী এই তারকা। এই সংস্করণে ২৮টি উইকেটও আছে তার। 

ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫৪২ ম্যাচে ১৩ হাজার ৩৬০ রান আছে শোয়েবের। ৮৩টি ফিফটিও আছে তার। বর্তমানে ক্রিস গেইলের পর টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান শোয়েবেরই। ৪৬৩ ম্যাচে ম্যাচে গেইলের ব্যাটে এসেছে ১৪ হাজার ৫৬২ রান।