কতজন হত্যা করা হয়েছে প্রকাশ করুন
আ স ম রব, সভাপতি, জেএসডি
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে কতজনকে হত্যা করা হয়েছে, তার তালিকা প্রকাশ করাসহ ছয়দফা দাবি জানিয়েছেন জেএসডি সভাপতি আসম আবদুর রব। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। আ স ম রব বলেন, ক্ষমতাসীন সরকার দেশের নাগরিকদের হত্যা করে লাশের সংখ্যা
প্রকাশ করার প্রয়োজন বোধ করে না। বরং ছাত্রহত্যাকে বিজয় হিসেবে বিবেচনা করছে। ইতোমধ্যে নিহতদের পরিচয় জানার প্রকৃত প্রচেষ্টা না করেই ২১ জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করেছে। কোটা সংস্কার নিয়ে অভূতপূর্ব ছাত্র মহাজাগরণকে কেন্দ্র করে সরকার অগণিত নির্মম হত্যাকা- ও অজস্র রক্তপাত সংঘটিত করেছে।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
জেএসডি সভাপতি বলেন, আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে অনুপ্রবেশকারী ঢুকিয়ে সরকার নাশকতার নীলনকশা বাস্তবায়ন করেছে। এখন সন্ত্রাসী হামলার বয়ান দিয়ে অগণিত মানুষকে হত্যার দায় আড়াল করার অপকৌশল গ্রহণ করেছে। ক্ষমতা সংহত করার স্বার্থে, আন্দোলন স্তব্ধ করার নামে নিজ দেশের নাগরিকদের নানা অজুহাতে হত্যা করে সন্তুষ্টি জ্ঞাপন করা কোনো রাষ্ট্রের কর্তব্য হতে পারে না। সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে- প্রতিশোধমূলক, নিবৃত্তিমূলক নয়। দেশ ভয়াবহ সংকটে।