‘দলের সাফল্যের বড়াই কখনো করেননি দ্রাবিড়’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারত জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড়। ভারতের সাবেক এই ব্যাটারের অধীনে দারুণ ক্রিকেট খেললেও শিরোপার দেখা পাচ্ছিল না ভারত। শেষমেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে শেষটা রাঙান দ্রাবিড়। তবে এসব খ্যাতির বড়াই কখনো করেননি এই কোচ।
দ্রাবিড় সম্পর্কে এমন তথ্য দিয়েছেন ভারত দলের বিদায়ী বোলিং কোচ পরস মামব্রে। দ্রাবিড়ের সঙ্গে ভারতের কোচিং স্টাফেও পরিবর্তন আসে। দ্রাবিড়ের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাথোর ও বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মামব্রে। রাহুলের পাশাপাশি বিদায় নেন তারাও।
দ্রাবিড়ের সঙ্গে শুধু ভারত জাতীয় দলেই নয়, ভারত অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করেছেন মামব্রে। স্বাভাবিকভাবেই দ্রাবিড়কে ঘনিষ্ঠভাবে দেখেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামব্রে বলেন, ‘রাহুলের সঙ্গে আমার যুক্ত হওয়া অনেক দিন আগে। আমি তার সঙ্গে ভারত ‘‘এ’’, এনসিএ এবং শেষে ভারত জাতীয় দলের হয়ে কাজ করেছি। ...কোচ হিসেবে রাহুল কখনো সামনে ছিল না, পেছন থেকেছে (খেলোয়াড়দের)। ব্যক্তি তার সম্পর্কে এটাই অনেক কিছু বলে দেয়। খেলোয়াড়দের ওপর (তার) প্রচুর মনোযোগ ছিল। চিন্তা-ভাবনা সবসময়ই দলের খেলোয়াড়কেন্দ্রিক ছিল, তাকে নিয়ে ছিল না। তিনি কখনো ক্রেডিট (সাফল্যের বড়াই) নিতে পছন্দ করতে না। তাকে সবসময় পেছনে দেখেছেন। খেলার একজন কিংবদন্তি।’
ভারতের কোচিং স্টাফ আমূল বদলে গেছে। প্রধান কোচ হিসেবে কিছুদিন আগেই সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রীংলকার বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজ তার প্রথম দায়িত্ব। যদিও আগের কোচিং স্টাফদের মধ্যে ফিল্ডিং কোচ টি দিলিপ রয়ে গেছেন। কোচিং স্টাফে যুক্ত হয়েছেন অভিষেক নায়ার ও রায়ান টেন ডয়েসকাট। যদিও সেটি শুধু শ্রীলংকা সিরিজের জন্যই।