বাবরকে দূরে রেখে যাকে নেতৃত্বে আনার পক্ষে শোয়েব
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব নিয়ে আলোচনা-সমালোচনা চলছে কয়েক মাস ধরেই। গত ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে বাবর আজম সরে যাওয়ার পর দায়িত্ব দেওয়া হয় শাহিন আফ্রিদিকে। তবে এক সিরিজ যেতেই শাহিনকে সরিয়ে আবারও বাবর আজমকে দায়িত্ব দেওয়া হয় বাবরকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক তো বাবর আজমের অধিনায়কত্বেরই পক্ষপাতী নন।
শোয়েব বলেন, ‘তার (বাবর) অধিনায়কত্বের ক্ষেত্রে, আমার দৃঢ় অবস্থান হলো- তাকে কেবল একজন খেলোয়াড় হিসেবেই খেলানো উচিত। এটা আমার মতামত। সে যখন শুধু একজন খেলোয়াড় হিসেবে খেলে, তখন দলের জন্য অসামান্য অবদান রাখতে পারে। আমার মতামত হচ্ছে, তার নেতৃত্ব থেকে দূরে থাকা উচিত।’
বাবর না থাকলে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন কে? এই সমাধানও দিয়েছেন শোয়েব, ‘এখনকার ভয়ডরহীন ক্রিকেট অনুযায়ী, সাদা বলের অধিনায়কত্বের জন্য ফখর জামানকে বিবেচনা করা উচিত। কারণ, তার সচেতনতা এবং নেতৃত্বের গুণাবলি আছে।’
অধিনায়কত্ব ও নিজের পারফরম্যান্সের কারণে অনেক দিন ধরেই সমালোচিত হচ্ছেন বাবর। কঠিন এই সময়ে তাকে শক্ত থাকারও পরামর্শ দিয়েছেন শোয়েব, ‘উত্থান-পতন জীবনেরই অংশ, বিশেষ করে আপনি যখন উপমহাদেশের একজন ক্রিকেটার। এই সময়ে তার (বাবর আজম) শক্ত থাকতে হবে। আমি জানি তার চ্যালেঞ্জ অতিক্রম করার মতো ব্যক্তিত্ব রয়েছে। এখন হয়তো কঠিন সময়, ভালো সময়ও আসবে।’