প্যারিস অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন শীর্ষ তারকা সিনার

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ১৩:২১
শেয়ার :
প্যারিস অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন শীর্ষ তারকা সিনার

অলিম্পিক ও টেনিসের জন্য দুঃসংবাদই বটে। প্যারিস আসর শুরু হওয়ার এক দিন আগে গেমস থেকে সরে দাঁড়ালেন পুরুষ টেনিসের শীর্ষ তারকা ইয়ানিক সিনার।

এবারের অলিম্পিক ফ্রান্সের প্যারিসে বৃহস্পতিবার শুরু হবে। তবে আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের সিদ্ধান্তের কথা জানান ২২ বছর বয়সী এই তারকা।

ক্লে কোর্টে হওয়া এবারের অলিম্পিক টেনিসের আগে সিনারের শরীরে টনসিল ধরা পড়ে। আর সেজন্যই চিকিৎসকের নির্দেশনা মেনে তিনি নাম প্রত্যাহার করেছেন।

এ নিয়ে সিনার লিখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দুর্ভাগ্যবশত আমি প্যারিস অলিম্পিক গেমসে অংশ নিতে পারব না। ক্লে কোর্টে অনুশীলনে ভালো একটি সপ্তাহ কাটানোর পর আমি অসুস্থ বোধ করতে শুরু করি। কয়েক দিন বিশ্রাম নেই এবং চিকিৎসককে দেখানোর পর আমার টনসিলাইটিস ধরা পড়ে এবং আমাকে না খেলার জন্য জোর পরামর্শ দেন।’

এর আগে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে ইতালিয়ান এই তারকা জিতেছিলেন ক্যারিয়ারের এখন পর্যন্ত একমাত্র গ্র্যান্ড স্ল্যাম।