দ্রুততম ১০০ উইকেট শিকারে আফ্রিদিকে ছাড়ালেন ওমানের বিলাল
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অন্যন্য এক নজির গড়লেন ওমানের বিলাল খান। ফরম্যাটটির দ্রুততম ১০০ উইকেট শিকারে পেসার হিসেবে নিজেকে নিয়ে গেলেন শীর্ষে। তিনি পেছনে ফেললেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে।
বাঁহাতি ফাস্ট বোলার আফ্রিদির ১০০ উইকেট ছুঁতে লেগেছিল ৫১ ম্যাচ। বিলাল উইকেটের সেঞ্চুরি করলেন ৪৯ ম্যাচ খেলে। আরেক বাঁহাতি পেসার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ১০০ ছুঁয়েছিলেন ৫২ ম্যাচ খেলে।
৩৭ বছর বয়সী বাঁহাতি পেসার বিলাল খান আবার ইতিহাসের প্রথম ফাস্ট বোলার হিসেবে এই সংস্করণে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেলেন ৫০ ম্যাচ না খেলেই।
পেস-স্পিন মিলিয়ে বিলাল অবশ্য তৃতীয় দ্রুততম একশ উইকেট শিকারি। ৪২ ম্যাচে ১০০ ছুঁয়ে গত বছর বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের লেগ স্পিনার সান্দিপ লামিছানে। ৪৪ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে রেকর্ডের দুইয়ে আছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান।
স্কটল্যান্ডের ডান্ডিতে আইসিসি মেন’স ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর এই ম্যাচটি শুরু করেন তিনি ৯৮ উইকেট নিয়ে। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসকে ফিরিয়ে আরেক ধাপ এগিয়ে যান তিনি। পরের ওভারেই ইয়ান ফ্রাইলিঙ্ককে এলবিডব্লিউ করে দেখা পান শততম উইকেটের। পরে আরও একটি উইকেট নিয়ে এ দিন ওমানের সফলতম বোলার বিলালই।
৪৯ ম্যাচে এখন ১০১ উইকেট বিলালের। ম্যাচে পাঁচ উইকেটের স্বাদ পেয়েছেন চার বার, আরও চারবার নিয়েছেন ম্যাচে চার উইকেট।
ম্যাচে নামিবিয়া ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৬ রান তোলে। রান তাড়ায় ওমান চার উইকেটের জয় পায় পাঁচ বল বাকি থাকতে।