বাংলাদেশের পরিস্থিতি নজরে রেখেছে পেন্টাগন
ভ্রমণ-সতর্কতা কানাডার
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলা-সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, তারা বাংলাদেশের চলমান পরিস্থিতি নজরে রেখেছে এবং সেই সঙ্গে সহিংসতা থামিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এদিকে আন্দোলনের প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা।
গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, আমরা সেখানে (বাংলাদেশে) চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আমার সহকর্মীরা যা বলেছেন, আমিও সেটির প্রতিধ্বনি করতে চাই। আমরা
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না। আমরা অবশ্যই সেখানে শান্তি ও স্থিতিশীলতা এবং মানবাধিকার মেনে চলার বিষয়টি দেখতে চাই।
এদিকে বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটে গত বৃহস্পতিবার এক হালনাগাদ নির্দেশনায় এ পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে কানাডার সরকার বলেছে- যদি আপনি ঢাকায় থাকেন, তাহলে অধিকসংখ্যক পুলিশি উপস্থিতি এবং কড়াকড়ি নিরাপত্তাব্যবস্থা প্রত্যক্ষ করতে পারেন। ট্রাফিক জ্যাম, সড়ক অবরোধের জন্য প্রস্তুত থাকুন। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। যেখানে আন্দোলনকারীরা অবস্থান নিচ্ছেন, সেসব জায়গা থেকে দূরে থাকুন। সরকারবিরোধী কোনো কিছু পোস্ট করবেন না। সামাজিক যোগাযোগমাধ্যম সীমাবদ্ধতা রাখুন এবং সর্বশেষ পরিস্থিতি জানতে স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখুন।