নারী এশিয়া কাপ /

সেমিতে টিকে থাকতে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১০:১৬
শেয়ার :
সেমিতে টিকে থাকতে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

সেমিফাইনাল নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বুধবার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ডাম্বুলায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

চলমান নারী এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে লাল-সুবজের প্রতিনিধিরা। শ্রীলংকার কাছে ৭ উইকেটে হারের পর একই ব্যবধানে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে টাইগ্রেসরা।

মালয়েশিয়ার বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড এবং শক্তির বিচারে চেয়ে এগিয়ে থাকলেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই জ্যোতিদের সামনে।

‘বি’ গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। তবে নেট রান রেটে বেশ এগিয়ে প্রতিপক্ষরা। তাই এই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নজর রাখতে হবে রান রেটের দিকেও।

নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে জয় পেয়েছে টাইগ্রেসরা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও শাসন করেছেন জ্যোতিরা। মালয়েশিয়ার বিপক্ষেও বাংলাদেশের লক্ষ্য থাকবে বড় জয়ের।