পাকিস্তানের বোর্ডের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনলেন শেহজাদ

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ২০:৫৪
শেয়ার :
পাকিস্তানের বোর্ডের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনলেন শেহজাদ

কোনো খেলোয়াড়কে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হলে পেতে হয় সেই দেশের ক্রিকেট বোর্ডের এনওসি বা অনাপত্তিপত্র। এই এনওসি দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।

পিসিবির বিরুদ্ধে অভিযোগ এনে শেহজাদ বলেন, 'পাকিস্তান ক্রিকেটে এনওসি পাওয়ার ব্যাপারটি কখনো পরিস্কার ছিল না।... নিজেদের প্রিয় হলেই কোনো খেলোয়াড়কে এনওসি দেয় পিসিবি। আর কোনো খেলোয়াড়কে হয়রানি করার চেষ্টা থাকলেই এনওসি দেওয়া হয় না।'

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তারপরও এনওসি নিয়ে শ্রীলংকার লিগে খেলছেন তিনি। এতেই চটেছেন শেহজাদ।

পিসিবির সমালোচনায় সাবেক এই ওপেনার বলেন, 'আপনারা বলতে পারবেন, কেন শাদাব খানকে এনওসি দেওয়া হলো? সে বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্স করেছে অথচ দেশে আসতে না আসতেই তাকে এনওসি দেওয়া হলো। তার কোনো কাছের লোক বা বন্ধু কি পিসিবির সিদ্ধান্ত নেন? তাহলে অন্যদেরটা আটকে রেখেছেন কেন? সবার আহে এটা বলেন, (বিশ্বকাপে) এমন জঘন্য পারফরম্যান্সের পরও আপনাদের নির্বাচকদের কে এই অনুমতি দিয়েছে?'

সম্প্রতি নাসিম শাহকে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলার অনুমতি দেয়নি পিসিবি। ফলে ১ লক্ষ ২৫ হাজার পাউন্ড পাচ্ছেন না তিনি। এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে অনাপত্তিপত্র দেওা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো তারকাকে।