যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করে বিশাল ক্ষতির মুখে আইসিসি!

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১৭:০০
শেয়ার :
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করে বিশাল ক্ষতির মুখে আইসিসি!

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে ১৬টি হয়েছে বেসবল-বাস্কেটবলের দেশ যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্ট চলাকালেই অভিযোগ উঠেছিল পিচ নিয়ে। এবার শোনা যাচ্ছে, দেশটিতে টুর্নামেন্ট আয়োজন করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়-ব্যয়ের হিসাব এখনো করা হয়নি। আগামীকাল শুক্রবার শ্রীলংকায় বসবে আইসিসির গভর্নিং বডির কাউন্সিল। সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

ধারণা করা হচ্ছে, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ১৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়ে যুক্তরাষ্ট্রে ম্যাচগুলো আয়োজন করায়।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ ২০টি দল অংশগ্রহণ করে। মূলত, বিশ্বজুড়ে ক্রিকেটকে প্রসার করার জন্যই নেওয়া হয় এমন পদক্ষেপ। টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০৭ সালের উদ্বোধনী আসরের পর দ্বিতীয়বারের মতো সেরার মুকুট জিতল মেন ইন ব্লুরা।