মদ্রিচ-রিয়ালের আরও এক বছর
রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও এক বছরের চুক্তি করলেন লুকা মদ্রিচ। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন এই ক্রোয়াট মিডফিল্ডার৷
গতকাল বুধবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে অধিনায়ক মদ্রিচের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে লা লিগা চ্যাম্পিয়নরা। গত মাসে ৩৮ বছর বয়সী এই ফুটবলারের আগের চুক্তির মেয়াদ শেষ হয়।
এর আগে ২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লেখান মদ্রিচ। ক্রমেই দলটির মিডফিল্ডে তিনি হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। তিনি মাদ্রিদের ক্লাবটিতে ১২ মৌসুমে ৬টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৬টি ট্রফি জিতেছেন।
এই ক্লাবে থেকেই মদ্রিচ ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার- ২০১৮ সালের ব্যালন ডি’অর জেতেন। একই বছরে দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড, ২০১৭-১৮ মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান তিনি। ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা পান ছয়বার। এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ৫৩৪ ম্যাচে তার গোল ৩৯টি।