স্পেনের ফুটবল প্রধান দুই বছর নিষিদ্ধ
ইংল্যান্ডকে হারিয়ে দীর্ঘ এক যুগ পর ইউরো চ্যাম্পিয়নসশিপ জিতেছে স্পেন। তবে শিরোপা জিতলেও আচরণবিধি ভঙ্গের দায়ে স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান পেদ্রো রোচাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে স্পেনের প্রশাসনিক ক্রীড়া আদালত (টিএডি)।
গতকাল মঙ্গলবার এই রায় দেয় আদালত। টিএডি এর আগে ‘খুব গুরুতর অসদাচরণের’ জন্য রোচার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। এছাড়া রোচাকে ৩৩ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে চুমুকাণ্ডে জড়িয়ে পদত্যাগ করেন আরএফইএফ-এর তখনকার সভাপতি লুইস রুবিয়ালেস। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোচা। পরে চলতি বছরের এপ্রিলে সভাপতি হিসেবে নিয়োগ পান তিনি।
এদিকে আরএফইএফ-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রোচার একমাত্র অফিসিয়াল দায়িত্ব ছিল নতুন সভাপতি নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করা। দায়িত্বে থাকাকালীন সাধারণ সম্পাদক আন্দ্রেউ কাম্পস-সহ আরএফইএফ সিনিয়র সদস্যদের বরখাস্ত করাসহ নিজের ক্ষমতার বাইরে সিদ্ধান্ত নেন রোচা।
দুর্নীতির অভিযোগে রোচা ও সাবেক সভাপতি রুবিয়ালেসের বিরুদ্ধে আলাদা একটি স্প্যানিশ বিচার বিভাগীয় তদন্তও হয়েছে এই বছরে।