আজ পবিত্র আশুরা
আজ বুধবার পবিত্র আশুরা। ১০ মহরম মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। এ দিন সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা) এবং তার পরিবারের সদস্যরা ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই দিনটি পালন করবেন।
দিনটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
আশুরা উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে থাকে। দিনটি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশন আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এদিকে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ডিএমপি। তাজিয়া মিছিলের পতাকার দ- যেন বেশি উঁচু না হয় এবং বিদ্যুতের তারের সঙ্গে সংযোগ না ঘটে সে নির্দেশনাও দেওয়া হয়।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন