কোপায় সেরার পুরস্কার জিতলেন যারা
মার্তিনেজ, এমিলিয়ানো ও রদ্রিগেজ। ছবি: সংগৃহীত
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা জিতল আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে লাওতারো মার্তিনেজের একমাত্র গোলে চ্যাম্পিয়নের মুকুট করে লিওনেল স্কালোনির শিষ্যরা।
মার্তিনেজ এদিন টুর্নামেন্টে নিজের ৫ম গোল আদায় করে নিলেন। আর এরই সুবাদে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পুরস্কার নিজের করে নিলেন এই স্ট্রাইকার।
সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন এমিলিয়ানো মার্তিনেজের হাতে। আর্জেন্টাইন এই তারকা আসরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে জিতিয়েছেন টাইব্রেকার। ফাইনালে চাপের মুখে দিয়েছেন একের পর এক সেভ। পুরো আসর মিলিয়ে কোয়ার্টার ফাইনালে কেবল এক ম্যাচেই গোল হজম করেছেন তিনি। গত কোপা আমেরিকা এবং বিশ্বকাপেও তিনিই ছিলেন সেরা গোলরক্ষক।
এদিকে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে পুরেছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। আসরে ৬ অ্যাসিস্ট করেছেন। ভেঙেছেন লিওনেল মেসির এক আসরে ৫ অ্যাসিস্ট করার রেকর্ড। করেছেন ১ গোলও। ৩৩ বছর বয়সী এই অ্যাটাকারের দল হারলেও ব্যক্তিগত পুরস্কার ঠিকই নিজের করে নিয়েছেন।