প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আলোচনায় সেই জাহাঙ্গীর

ছিলেন পিয়ন, হতে চেয়েছিলেন এমপি

মুহম্মদ আকবর
১৫ জুলাই ২০২৪, ০০:০০
শেয়ার :
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আলোচনায় সেই জাহাঙ্গীর

চীন সফর শেষে সংবাদ সম্মেলনে দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন অগ্রজ সাংবাদিকের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতিবাজদের ধরলেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এটা বিশ্বাস করি না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সই থাকবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা? জানতে পেরে ব্যবস্থা নিয়েছি।’

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর সংশ্লিষ্ট নিউজসহ ফেসবুকে জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে শেয়ার করতে দেখা গেছে। কেউ কেউ লিখেছেন, প্রধানমন্ত্রীর অভিযান এবার নোয়াখালীর চাটখিলে। অর্থাৎ অভিযোগের তীর নোয়াখালীর চাটখিলের জাহাঙ্গীর আলমের দিকে।

এদিকে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী কার কথা বলেছেন এটা নিশ্চিতভাবে বলা যাবে না। তবে এতটুকু বলা যায়, জাহাঙ্গীর আলম নামে গণভবনের একজন পাচক ছিলেন। যিনি পরবর্তী সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিয়ন) হিসেবে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর খুব কাছে কাছে থাকতেন। এক পর্যায়ে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন। প্রমাণসহ ধরা পড়ায় গণভবন থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। জাহাঙ্গীর ব্যতীত কারও বিরুদ্ধে এমন অভিযোগের সন্ধান সূত্রগুলো দিতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, জাহাঙ্গীর আলম চাকরি থেকে বহিষ্কৃত হওয়ার পরও তার দুর্নীতি ও অপতৎপরতা কমেনি। নানান জায়গায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় দিয়েও বড় অঙ্কের টাকা ভাগিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা প্রতারিত হয়ে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ দিলে এই অপকর্মের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনের কর্মকর্তারাও বিব্রত অবস্থায় পড়েন। গত বছরের ৬ ডিসেম্বর জাহাঙ্গীরের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী পরিচয় ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীর। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়।

জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পরিচয় দিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহসভাপতির পদ ভাগিয়ে নেন। এ ছাড়াও রয়েছে তার ব্যক্তিগত বডিগার্ড, আছে বিলাসবহুল বাড়ি ও গাড়ি। তিনি যখন এলাকায় যান তখন তার গাড়ি বহরে অনেক প্রভাবশালীরা প্রটোকল দিতে ব্যস্ত থাকেন বলে জানা গেছে। জাহাঙ্গীরের এক ভাই আলমগীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান। প্রথমবার যখন নির্বাচন করেন তখন তার প্রতিপক্ষকে মামলা ও হামলা করে এলাকা ছাড়া করান। পরবর্তী সময় ২টি নির্বাচনে কাউকে প্রার্থী হতেই দেননি জাহাঙ্গীর। এই আলমগীরের বিয়ের দাওয়াতে সরকারের ১২ জন মন্ত্রী এবং বেশ কজন এমপিকে অংশ নিতেও দেখেছেন অনেকে। এ ছাড়া তার বোনের ছেলে মাকসুদুর রহমান শিপন নোয়াখালী জেলা পরিষদের দুবারের সদস্য ও এবারের প্যানেল চেয়ারম্যান। তিনি সাংবাদিক পরিচয়ও বহন করেন। পাশাপাশি নোয়াখালীতে কে সাংবাদিকতা করবেন, আর কে করবেন নাÑ এটার নির্ধারণও অনেক সময় শিপন করে দেন বলে অভিযোগ আছে।

জাহাঙ্গীর গত দুটি সংসদ নির্বাচনেই আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে আসছেন, কিন্তু পাননি। সর্বশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়েও ভেবেছিলেন। কাছাকাছি সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছবিসহ বিজ্ঞপ্তি দেওয়ায় সে অবস্থা থেকে সরে আসেন তিনি। এরপর থেকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন জাহাঙ্গীর। খোঁজ নিয়ে জানা গেছে, এই মুহূর্তে তিনি দেশের বাইরে রয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করার জন্য হোটাসঅ্যাপে ও মুঠোফোনে কল করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

যারা দীর্ঘদিন প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহ করেছেন তাদের ভাষ্য, জাহাঙ্গীর কখনো প্রধানমন্ত্রীর ব্যাগ বহন করতেন, কখনো খাবার সামনে এগিয়ে দিতেন। দেশের বাইরে গেলেও এই জাহাঙ্গীরকে প্রধানমন্ত্রী নিয়ে যেতেন। ঢাকার বাইরে রাজনৈতিক সভাতেও জাহাঙ্গীরকে দেখা যেত। অভিযোগ আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থাকার সুবাদে তিনি এলাকায় ভিত তৈরি করতে থাকেন। গণভবনের অদূরে একটি অফিস নেন। সেই অফিসে বসেই মনোনয়ন ও পদ বাণিজ্যসহ নানা কিছু নির্ধারণের চেষ্টা করতেন।

গতকাল প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তার নাম উল্লেখ না করলেও জাহাঙ্গীরই সেই পিয়ন মনে করে এলাকায় তাকে নিয়ে নানা আলোচনা, সমালোচনা ও উপহাস শুরু হয়ে গেছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর বক্তব্যে যে পিয়নের কথা বলেছেন তিনিই জাহাঙ্গীর আলম, এমনটা ধারণা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।