যুবরাজের সর্বকালের সেরা একাদশে যারা
অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে এবার ইংল্যান্ডে আয়োজিত হলো ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’। টুর্নামেন্টে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মেন ইন ব্লুদের নেতৃত্বে ছিলেন যুবরাজ সিং।
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর সর্বকালের সেরা ১১ ক্রিকেটারকে বেছে নিয়েছেন যুবরাজ। টিভি উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব শেফালি বাগগাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই একাদশ ঘোষণা করেন যুবরাজ।
টপ ও মিডল অর্ডারে যুবরাজ বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং, ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে। পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে যুবরাজের একাদশে জায়গা হয়েছে বাঁহাতি পেস কিংবদন্তি ওয়াসিম আকরামের।
যুবরাজ তার একাদশে রেখেছেন ক্রিকেটের কিংবদন্তি দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা) ও শেন ওয়ার্নকে (অস্ট্রেলিয়া)। আকরাম ছাড়াও পেস আক্রমণে থাকবেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ। এর মধ্যে ফ্লিনটফ ও আকরাম ব্যাটিংয়েও বেশ পটু।
যুবরাজ সিংয়ের সর্বকালের সেরা একাদশ
শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, রিকি পন্টিং, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু ফ্লিনটফ, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা।