ট্রাম্পের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ১৫:৫২
শেয়ার :
ট্রাম্পের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই নিন্দা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। রাজনীতিতে আমরা কোনো সহিংসতা চাই না। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সহিংসতা ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা হয়েছে, সেটিতে আমরা উদ্বিগ্ন।’

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে সহিংসতার কোনও স্থান থাকা উচিত নয় বলে আমরা মনে করি।’

গতকাল শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প হামলার শিকার হন। বক্তব্য শুরুর পাঁচ মিনিট গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে। স্থানীয় যে হাসপাতালে এসেছিলেন চিকিৎসা শেষে সেখান থেকে বেরিয়ে গেছেন তিনি।