মেসির সঙ্গে ছোটবেলার ছবি কেন এতদিন সামনে আনা হয়নি, জানালেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৮:২০
শেয়ার :
মেসির সঙ্গে ছোটবেলার ছবি কেন এতদিন সামনে আনা হয়নি, জানালেন ইয়ামাল

বার্সেলোনা ও স্পেনের হয়ে অভিষেক হওয়ার পর থেকে আলো ছড়িয়ে যাচ্ছেন লামিনে ইয়ামাল। চলমান ইউরো টুর্নামেন্টে স্পেনকে ফাইনালে তুলতে রেখেছেন বড় ভূমিকা। এরপর থেকেই ইয়ামালের মধ্যে ফুটবলে সর্বকালের সেরাদের একজন লিওনেল মেসির ছায়া দেখছেন অনেকে। এরই মধ্যে মেসির সঙ্গে ইয়ামালের ছোটবেলার একটি ছবি ভাইরাল হয়ে যায়। 

২০০৭ সালে তোলা সেই ছবি এতদিন আড়ালেই ছিল। গত সপ্তাহের মেসির সঙ্গে ইয়ামালের ছয় মাস বয়সী সেই ছবিটি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সামনে আনেন তার বাবা মুনির নাসরৌলি। এবার ইয়ামাল জানিয়েছেন, কেন এতদিন ছবিটি লুকিয়ে রাখা হয়েছিল বা প্রকাশ্যে আনা হয়নি। 

ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে নামার আগে ইয়ামাল বলেন, ‘অবশ্যই ছবি তোলার মুহূর্তে সেই বয়সে কী ঘটেছিল সে সম্পর্কে সচেতন ছিলাম না। আমার বাবার কাছে ছবিগুলো সংরক্ষিত ছিল এবং সেগুলো প্রকাশ্যে আনা হয়নি। মূলত, আমরা মেসির সঙ্গে কোনো তুলনা চাইনি।’

আজ ১৭ বছরে পা দেওয়া ইয়ামাল বলেন, ‘এই খেলায় সবার সেরার (মেসি) সঙ্গে তুলনায় কেউ বিরক্ত হবে না। কিন্তু এটা এমন একটা বিষয় যেটা আপনার বিপক্ষেও কাজ করতে পারে কারণ আপনি কখনোই তার মতো হতে পারবে না।’

বার্সার হয়ে ডান উইংয়ে বাম পায়ের খেলোয়াড় হওয়ার কারণে মেসির সঙ্গে প্রথমে তুলনা আসে ইয়ামালের। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে কাতালান ক্লাবটির হয়ে অভিষেক হয় তার। গত মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলেন। দ্রুতই ডাক পান স্পেন দলে। চলমান ইউরোতে তো স্পেন দলের মধ্যে তার দাপটই বেশি। ইউরোতে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার পাশাপাশি সবচেয়ে কম বয়সে গোল দেওয়ার রেকর্ডও গড়েন ইয়ামাল। 

জাভি হার্নান্দেজ বার্সার কোচ থাকতে ক্লাবটিতে অভিষেক হয় ইয়ামালের। মেসির সঙ্গে তার তুলনা উপযুক্ত নয় বলে স্বীকার করেছেন তিনিও। তবে তার মধ্যে মেসির প্রতিচ্ছবি আছে বলে উল্লেখ করেছেন জাভি। 

গত বৃহস্পতিবার ইয়ামাল ও মেসির সেই ছবিটি নিয়ে কথা বলেছেন ইয়ামালের বাবা মুনিরও। মেসি তার ছেলেকে আশীর্বাদ করেছেন কি না জানতে চাইলে মুনির বলেন, ‘হয়তো লামিনেও লিওকে আশীর্বাদ করেছেন। আমার ছেলে সব কিছুতেই সেরা, শুধু একজন ফুটবলার হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবেও।’