অ্যান্ডারসনের বদলি উড

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৭:৩৯
শেয়ার :
অ্যান্ডারসনের বদলি উড

অনেক আগেই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন জানিয়ে দিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। গতকাল শুক্রবার লর্ডসে ক্যারিবিয়ানদের হারিয়ে অ্যান্ডরসনের শেষটা রাঙিয়েছে ইংল্যান্ড। এরই মধ্যে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে তারা। 

তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে অ্যান্ডারসনের বদলি তারকা হিসেবে মার্ক উডের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আজ শনিবার এই তথ্য জানায় তারা। আগামী বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হবে ক্যারিবিয়ান ও ইংলিশরা। 

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ইনিংস ও ১১৪ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড। ক্যারিয়ারের শেষ টেস্টে ৪ উইকেট নেন অ্যান্ডারসন। অভিষেক ম্যাচে ১২ উইকেট নিয়ে ম্যাচের মূল নায়ক পেসার গাস অ্যাটকিনসন। ইংল্যান্ডের স্কোয়াডে অ্যাটকিনসন ও উড ছাড়াও পেস বিভাগে আছেন ক্রিস ওকস, ম্যাথু পটস ও অভিষেকের অপেক্ষায় থাকা ডিলন পেনিংটন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দল

বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জো রুট, জেমি স্মিথ, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথু পটস, ক্রিস ওকস, মার্ক উড, গাস অ্যাটকিনসন ও শোয়েব বশির।