পিসিবির কারণে ২ কোটি টাকা পাচ্ছেন না নাসিম শাহ

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৬:০৩
শেয়ার :
পিসিবির কারণে ২ কোটি টাকা পাচ্ছেন না নাসিম শাহ

২০২১ সাল থেকেই ইংল্যান্ডে আয়োজিত হয়ে আসছে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। চলতি মাসের ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টটির চতুর্থ আসর। ভিন্ন আঙ্গিকে হওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বার্মিংহাম ফোয়েনিক্সে খেলার কথা ছিল পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর। তবে তাকে এনওসি বা অনাপত্তিপত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ জানায়, লাল বলে জেসন গিলেস্পি কোচ হয়ে আসার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস ইস্যু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্ভাব্য ইনজুরি ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই নাসিমকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। 

এছাড়া সামনে পাকিস্তানের জাতীয় দলেরও খেলা আছে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দেশটি। আগামী ২১ থেকে ২৫ আগস্ট হবে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর। প্রথম টেস্টটি হবে রাওয়ালপিন্ডিতে আর দ্বিতীয় টেস্টটি করাচিতে। ২ ম্যাচের এই টেস্ট সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এর অন্তর্ভুক্ত।

পিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় ২ কোটি টাকা হারাতে যাচ্ছেন নাসিম। তাকে ১ লক্ষ ২৫ হাজার পাউন্ডে দলে ভিড়িয়েছিল বার্মিংহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার টাকা বা প্রায় ২ কোটি টাকা।