ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
ফাইনালে ইউনুস খানের নেতৃত্বে পাকিস্তান ও যুবরাজ সিংয়ের নেতৃত্বে খেলবে ভারত। ছবি: এক্স
ছয় দল নিয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত পাকিস্তান। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তান ফাইনালে পৌঁছেছে।
ইংল্যান্ডে চলমান এই টুর্নামেন্টে অংশ নিয়েছে এই চার সেমিফাইনালিস্টসহ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে এই দুই দল গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। আজ বাংলাদেশ সময় রাত দশটায় বার্মিংহামে লড়বে ভারত ও পাকিস্তান।
দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮৬ রানের বড় ব্যবধানে হারায় ভারত। প্রথমে ব্যাট করে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে মেন ইন ব্লুরা। দলের হয়ে অর্ধশতক করেন রবিন উথাপ্পা (৩৫ বলে ৬৫), অধিনায়ক যুবরাজ সিং (২৮ বলে ৫৯) ও দুই ভাই ইউসুফ পাঠান (২৩ বলে ৫১) ও ইরফান পাঠান (১৯ বলে ৫০)। জবাব দিতে নেমে ১৬৮ রানেই থামে অজিদের ইনিংস।
এর আগে, প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ২০ রানের হারায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৯৮ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। ৪৫ বলে ৬৫ রান করেন অধিনায়ক ইউনুস খান। এছাড়া ওপেনার কামরান আকমল ৩১ বলে ৪৬, আমির ইয়ামিন ১৮ বলে ৪০* ও সোহেল তানভির ১৭ বলে করেন ৩৩ রান। জবাব দিতে নেমে ক্যারিবিয়ানরা নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতেই ১৭৮ রানে অলআউট হয়।