অ্যান্ডারসনের বিদায়ে বাংলাদেশি ক্রিকেটারদের বার্তা

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১১:৫১
শেয়ার :
অ্যান্ডারসনের বিদায়ে বাংলাদেশি ক্রিকেটারদের বার্তা

ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন। বিশ্বক্রিকেটে আর খেলতে দেখা যাবে না। ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে জিমির ক্লাস উপভোগ করতেন পুরো বিশ্বের ক্রিকেটভক্তরা।

অ্যান্ডারসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। পরিসংখ্যান বলছে, লর্ডসের মাটিতে সিরিজের প্রথম টেস্টে তিনি বল হাতে মোটের ওপর সফল। প্রথম ইনিংসে ১ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। আড়াই দিনের আগেই ক্যারিবিয়ান বধ করে সিরিজে এগিয়ে গেছে ইংরেজরা।

ডানহাতি এই ফাস্ট বোলারের ক্যারিয়ারই বলে দেয়, টেস্টের কত উঁচু মাপের খেলোয়াড় তিনি। টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি, পেসারদের মধ্যে প্রথম। ১৮৮টি ম্যাচ ও ৩৫০ ইনিংসে ৪০ হাজারের বেশি বল করেছেন তিনি। টেস্ট ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে গড়লেন এমন কীর্তি। প্রথম তিনজনের সবাই স্পিনার। এই সময়ে ২৬.৪৫ গড়ে ৭০৪ উইকেট শিকার করেছেন ‘জিমি’। ২০০৩ সালে লর্ডসে অভিষেক হওয়া এই পেসারের টেস্ট ক্যারিয়ার দুই দশকেরও বেশি লম্বা সময়!

ইংলিশ তারকার বিদায় ছুয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের মনও। মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, 'দুর্দান্ত একটি ক্যারিয়ারের জন্য অভিনন্দন, জেমস অ্যান্ডারসন! আপনার অবসরের শুভকামনা করছি, আপনি একজন সত্যিকারের কিংবদন্তি।'

টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 'শুভ অবসর, জেমস অ্যান্ডারসন! আপনার অবিশ্বাস্য এই ক্যারিয়ার খেলার প্রতি আবেগের প্রমাণ হিসেবে থাকবে। অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত এবং অনুপ্রেরণামূলক পারফরম্যান্সের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জীবনের এই নতুন অধ্যায়ে আপনাকে শুভেচ্ছা জানাই!'

শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। বাদ যাননি আরেক পেসার শরিফুল ইসলামও।

২০০৩ সালে লর্ডসে অভিষেক হয়েছিল জেমস অ্যান্ডারসনের। ২১ বছর বাদে সেই তীর্থ স্থানেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ এই পেসার।