আইসিসির শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ০৯:৫৩
শেয়ার :
আইসিসির শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগ

আইসিসির বার্ষিক সম্মেলনের আগেই পদত্যাগ করলেন সংস্থাটি দুই শীর্ষ কর্মকর্তা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ইভেন্ট হেড ক্রিস টেটলি ও মার্কেটিং কমিউনিকেশন বিভাগের জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং নিজেদের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

তবে আইসিসির বার্ষিক সম্মেলনের ঠিক আগেই এই সিদ্ধান্তের জোর জল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট মাঠের পিচ নিয়ে রিভিউয়ের পর বেশ চাপেই ছিলেন দুই শীর্ষ এই কর্তা। আইসিসির বার্ষিক সভায় বেশ কয়েকটি বোর্ড পিচ ইস্যুতে মুখ খোলার আগেই তাই দুজন সরে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে।

কিন্তু আইসিসি সূত্রে খবর, নিজেরাই আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সরে দাঁড়ানোর। যদিও আগামী সপ্তাহে বসতে চলা বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবেন তারা। পাশাপাশি আগামী কয়েকটা মাস নিজেদের দায়িত্ব সামলাবেন সরে দাঁড়ানোর পরেও। যাতে নতুন কেউ এই পদে আসলেও বিষয়টি বুঝতে এবং দৈনন্দিন কাজ ব্যাহত না হয়।