গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, ১৮:৩০
শেয়ার :
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

নীলফামারীর সৈয়দপুরে বর্ণা আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বর্ণার স্বামী আবু বকর সিদ্দিক ওরফে বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।

বর্ণা আক্তার নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের ফকিরপাড়ার মো. বেলাল হোসেনের মেয়ে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বর্ণা ও আবু বকর সিদ্দিক বাদশার পারিবারিকভাবে প্রায় দুই বছর আগে বিয়ে হয়। এরপর থেকে নানা কারণে পারিবারিক অশান্তি চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার রাতে বর্ণা তার বাবার সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ কল কেটে যায়। পরে তার বাবা মোবাইলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আর বর্ণার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এরপর মাঝরাতে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন, তার মেয়ে মারা গেছে। তাৎক্ষনিক তিনি (বর্ণার বাবা) পরিবারের লোকজনদের নিয়ে জামাতার বাড়িতে গিয়ে বর্ণার মরদেহ দেখতে পান। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।