দাপুটে জয় দিয়ে অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট রাঙাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৪, ১৮:১২
শেয়ার :
দাপুটে জয় দিয়ে অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট রাঙাল ইংল্যান্ড

গাস অ্যাটকিনসনের বলে আউট জেডন সিলস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১১৪ রানে জিতল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক অভিষিক্ত গাস অ্যাটকিনসন। তবে সবার নজর অন্য একজনের দিকে। তিনি জেমস মাইকেল অ্যান্ডারসন। ক্যারিয়ারের শেষ টেস্ট যে খেলে ফেললেন এই কিংবদন্তি পেসার!

ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারির উদ্দেশে হাত নাড়ান অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা হাত মেলান এই কিংবদন্তির সঙ্গে। একটু পর এগিয়ে আসেন ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালামও। ম্যাচ শেষ হলেও গ্যালারি ছেড়ে যাননি উপস্থিত দর্শকরা। নিজেদের ইতিহাসের সেরা পেসারের যে আজকেই শেষ ম্যাচ!

অ্যান্ডারসনের ক্যারিয়ারই বলে দেয়, টেস্টের কত উঁচু মাপের খেলোয়াড় তিনি। টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি, পেসারদের মধ্যে প্রথম। ১৮৮টি ম্যাচ ও ৩৫০ ইনিংসে ৪০ হাজারের বেশি বল করেছেন তিনি। টেস্ট ইতিহাসের চতুর্থ বোলার হিসেবে গড়লেন এমন কীর্তি। প্রথম তিনজনের সবাই স্পিনার। এই সময়ে ২৬.৪৫ গড়ে ৭০৪ উইকেট শিকার করেছেন ‘জিমি’। এর মধ্যে ৩২ বারই ইনিংসে নিয়েছেন ৫ বা তার বেশি উইকেট। 

লর্ডসে অনুষ্ঠিত এই টেস্টে অ্যাটকিনসনের তোপে পড়ে প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। গতি ও সুইংয়ের বৈচিত্র্যে মাত্র ৪৫ রানের বিনিময়ে ৭ উইকেট নেন অ্যাটকিনসন। জবাবে প্রথম ইনিংসে ৩৭১ রানে অলআউট হয় ইংলিশরা। প্রথম ইনিংসে ২৫০ রানের লিড পায় বেন স্টোকসের দল।

 ইনিংস হার এড়ানোই ছিল দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের মূল লক্ষ্য। তবে এই ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের আশঙ্কা আরও জাগিয়ে তোলেন ক্রেইগ ব্র্যাথওয়েটরা। তৃতীয় দিনের শুরুতে মাঠে নামার সময় অ্যান্ডারসনকে গার্ড অব অনার দেন দুই দলের খেলোয়াড়রা। এদিন দলের সঙ্গে আর ৫৭ রান তুলতেই ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ও ১১৪ রানের জয় দিয়ে ৩ ম্যাচের সিরিজের সূচনা করে ইংল্যান্ড। 

নিজের বিদায়ী টেস্টে বল হাতে মন্দ করেননি অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ১ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে দেখিয়েছেন আসল চমক। ১৬ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। এর মধ্যে মেডেনই দেন ৭ ওভার। নিজের শেষটাও তো রাঙালেন জেমস মাইকেল অ্যান্ডারসন।