মেসি-রোনালদোকে নিয়ে আগুয়েরোর ‘সর্বকালের সেরা একাদশ’
নিজের সময়ে অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন আর্জেন্টিনার সের্হিয়ো আগুয়েরো। অসুস্থতার কারণে আগেভাগেই মাঠের ফুটবল থেকে সরে গেছেন এই তারকা। ক্লাব ও দেশের হয়ে ২০২১ সালে সবশেষ খেলেছেন ৩৬ বছর বয়সী আগুয়েরো।
বর্তমানে মাঠের বাইরে থেকে খেলার বিভিন্ন বিশ্লেষণেই বেশি ব্যস্ত থাকেন তিনি। আগামী সোমবার অনুষ্ঠেয় কোপা আমেরিকার ফাইনালেও হাজির হবেন সাবেক এই ফরোয়ার্ড। এরই মধ্যে নিজের মতে সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন আগুয়েরো। যেখানে অবধারিতভাবেই আছেন আর্জেন্টিনা দলে দীর্ঘ প্রায় ১৫ বছরের সতীর্থ লিওনেল মেসি। আগুয়েরো তার পছন্দের একাদশে রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও।
গোলবারের নিচে আগুয়েরোর পছন্দ ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে। দীর্ঘায়িত ক্যারিয়ার ও ধারাবাহিক পারফর্মার হিসেবে বুফন নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। ফুলব্যাক হিসেবে আগুয়েরোর দলে আছেন ব্রাজিলের ২০২২ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রবার্তো কার্লোস ও কাফু। আগুয়েরোর দলের রক্ষণে বাকি দুই ফুটবলার নেদারল্যান্ডস ও লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ফের্নান্দো হিয়েরো।
নিজে ম্যানসিটিতে খেললেও আগুয়েরো তার দলে বিস্ময়করভাবে রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার এরিক ক্যান্টনাকে। জাভিও জায়গা করে নিয়েছেন আগুয়েরোর সর্বকালের সেরা একাদশে। দুই উইংয়ে মেসি ও রোনালদোকেই উপযুক্ত মনে করেছেন আগুয়েরো। আর দুই ফরোয়ার্ড হিসেবে রেখেছেন ব্রাজিলের রোনালদো নাজারিও এবং আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে।
বর্তমানে ফ্লোরিডায় আছেন আগুয়েরো। কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনালে গ্যালারিতেই থাকছেন সাবেক এই স্ট্রাইকার। তার বিশ্বাস, এবারও আর্জেন্টিনা কোপা জিতলে ফুটবল ইতিহাসের অন্যতম ‘সর্বকালের সেরা দলে’ পরিণত হবেন মেসিরা।