টেস্ট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে যে কীর্তি স্টোকসের

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৪, ১৪:২০
শেয়ার :
টেস্ট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে যে কীর্তি স্টোকসের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে দারুণ বল করেছেন বেন স্টোকস। ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ২ উইকেট তুলে নিয়েছেন ইংলিশ অধিনায়ক। এর মাধ্যমে দারুণ এক কীর্তিতে নাম লেখালেন এই অলরাউন্ডার। মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৬ হাজার রান ও দুই শ উইকেটের ডাবলের রেকর্ড গড়লেন স্টোকস। 

লর্ডসে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করতে এসে এই কীর্তি গড়েন স্টোকস। ইনিংসে নিজের করা প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দেন কার্ক ম্যাকাঞ্জিকে। যা তার ২০০তম উইকেট। পরে নিয়েছেন আরও এক উইকেট। ১০৩ টেস্ট খেলে এই মাইলফলকে পৌঁছালেন তিনি। ব্যাট হাতে এখনো পর্যন্ত ৩৫.৩০ গড়ে করেছেন ৬ হাজার ৩২০ রান। এর মধ্যে ১৩টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৩১টি হাফ সেঞ্চুরি। ২৫৮ রানের ইনিংস তার ক্যারিয়ার সেরা। 

স্টোকসের আগে এই কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিসের। ৯৩ টেস্টে ৮ হাজার ৩২ রানের পাশাপাশি ২৩৫ উইকেট আছে সোবার্সের। আর ১৬৬ টেস্ট খেলা ক্যালিসের ১৩ হাজার ২৮৯ রানের পাশাপাশি ঝুলিতে আছে ২৯২ উইকেট। 

এছাড়াও ক্রিকেট বিশ্বে ষষ্ঠ ও ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে ১০ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন স্টোকস। ২৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা স্টোকসের রান ৩৫.৭৫ গড়ে ১০ হাজার ৩৬৮। তিন সংস্করণে ১৮টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৫৬টি হাফসেঞ্চুরি। 

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের পাশাপাশি তিন শ উইকেট আছে ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার, শ্রীলংকান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া, ক্যালিস, পাকিস্তানের শহিদ আফ্রিদি ও বাংলাদেশের সাকিব আল হাসানের। 

এদিকে, লর্ডস টেস্টে প্রথমে ব্যাট করে ১২১ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে কেউ সেঞ্চুরি না পেলেও ৩৭১ রানের বড় সংগৃহ গড়ে ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। ৭৯ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট।