আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনালে ব্রাজিলের রেফারি
সমাপ্তির দেরগোড়ায় কোপা আমেরিকা। আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচের মাধ্যমেই নিষ্পত্তি হচ্ছে, কাদের ঘরে উঠছে শিরোপা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে মূল রেফারিসহ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ৬ জনই ব্রাজিলিয়ান।
ম্যাচটি পরিচালনা করবেন রাফায়েল ক্লাউস। দীর্ঘ ১০ বছর ধরে ফিফার ম্যাচ অফিসিয়াল এই ৪৪ বছর বয়সী ব্রাজিলিয়ান। ২০১৫ সাল থেকে ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্বে ইংল্যান্ড-ইরান ও কানাডা-মরক্কো ম্যাচে ছিলেন তিনি।
ক্লাউসের সহকারী হিসেবে থাকছেন অন্য দুই ব্রাজিলিয়ান ব্রুনো পিরেস ও রদ্রিগো কোহেয়া। ভিএআর পরিচালনা করবেন আরেক ব্রাজিলিয়ান হোদোলফো তস্কি। তাকে সহযোগিতা করার জন্য থাকছেন একই দেশের দানিলো মানিস ও দানিয়েল নব্রে। এর বাইরে চতুর্থ ও পঞ্চম অফিসিয়াল হিসেব থাকছেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেস ও এদুয়ার্দো কারদোসো।
চলতি টুর্নামেন্টে এর আগে মেক্সিকো-ভেনেজুয়েলা ম্যাচে দায়িত্ব সামলেছেন ক্লাউস। সেই ম্যাচটির রেফারিং নিয়ে কোনো বিতর্ক দেখা যায়নি। যদিও চলতি কোপায় রেফারিং ও ভিএআর নিয়ে রয়েছে যথেষ্ট সমালোচনা।