শিক্ষার্থীরা লিমিট ক্রস করে যাচ্ছে
আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কোটা বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা তাদের সীমা লঙ্ঘন (লিমিট ক্রস) করছে। অনাকাক্সিক্ষত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ সতর্কবার্তা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেশ কয়েকদিন হলো তারা (আন্দোলনরত শিক্ষার্থী) একই কাজ করছেন। এরই মধ্যে প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন, তাতে হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। চলমান মামলার রায় না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে। তাই হাইকোর্ট যে নির্দেশনা (কোটা বহাল) দিয়েছিলেন সেটি এখন নেই। ছাত্রদের তা বোঝা উচিত। রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন? তাদেরও আত্মীয়স্বজনকে বিভিন্ন কাজে ছুটতে হয়। হাসপাতালে যেতে হয়, চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তা বন্ধ করে দিলে কীভাবে চলবে?
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খাঁন বলেন, ছাত্ররা আদালতে গিয়ে তাদের যা বলার তা যাতে বলে। এটা স্পষ্ট সুন্দরভাবে বলে দিয়েছেন। কাজেই এরপর রাস্তায় থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তারা যেটা চেয়েছিলেন সেদিকেই তো যাচ্ছে। তাদের দাবির প্রতি সরকার খেয়াল রাখছে। যেহেতু বিষয়টি কোর্টে আছে, সেহেতু তা কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হবে।
এ সময় মাদক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজিয়েছি। আগে ‘ঠুঁটো জগন্নাথ’-এর মতো এই অধিদপ্তর কাজ করত। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এখন দেশব্যাপী এর ব্যাপ্তি ঘটিয়েছি। সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে যুবসমাজকে রক্ষা করা সহজ হবে।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন