মাঠে ভাই ইউসুফের সঙ্গে ইরফান পাঠানের ঝগড়া

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৪, ১৯:৩৪
শেয়ার :
মাঠে ভাই ইউসুফের সঙ্গে ইরফান পাঠানের ঝগড়া

একসময় ভারতের জার্সিতে খেলেছেন দুই ভাই ইউসুফ পাঠান ও ইরফান পাঠান। পেশাদার ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছেন দুজন। এখন অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে যেসব আয়োজন হয়, সেখানে দেখা যায় দুই ভাইকে। চলমান লিজেন্ডস লিগেও ভারতের হয়ে খেলছেন ইউসুফ ও ইরফান। 

লিজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে ঝগড়াও বাঁধিয়েছেন দুই ভাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচে বড় ভাই ইউসুফের কারণে রান আউটের শিকার হন ছোট ভাই ইরফান। মেজাজ ধরে রাখতে না পেরে ইউসুফের উদ্দেশে কিছু একটা বলেন ইরফান। তথ্য আনন্দবাজারের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা সময় ভারতের দরকার ছিল ১২ বলে ৭৯ রান। সেই সময় ডেল স্টেইনের করা বলে ইরফানের একটি শট ওপরে উঠে যায়। তবে ক্যাচ ধরতে পারেননি জ্যাক ক্যালিস। এক রানের পর দ্বিতীয় রানও নিতে যান ইরফান। চলে যান ক্রিজের মাঝপথ পর্যন্ত। কিন্তু আরেক প্রান্ত থেকে সায় দেননি ইউসুফ। বল দেখতে থাকেন তিনি। ফলে ফিরে আসতে হয় ইরফানকে। যদিও শেষরক্ষা হয়নি। নন স্ট্রাইক প্রান্তে আসার আগেই স্টাম্প ভেঙে দেন প্রতিপক্ষের ফিল্ডাররা। 

আউট হওয়ার পর ইউসুফের দিকে ফিরে চিৎকার করেন ইরফান। অঙ্গভঙ্গিতে বোঝা গেছে, বেশ বিরক্ত হয়েছেন তিনি। স্ট্রাইক প্রান্ত থেকে কিছু একটা বলেন ইউসুফও। এরপর ইরফানের মুখ থেকেও কথা বের হয়। 

অবশ্য মাঠে দুই ভাই ভালোবাসার দৃষ্টান্তও দেখিয়েছেন। ইউসুফের কপালে চুমু দিতে দেখা গেছে ইরফানকে। ঝগড়া ও চুমু খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘প্রত্যেক ভাইয়েরা এই ঘটনার সঙ্গে নিজেদের মিল পাবেন।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার কাছে ৫৪ রানে হারলেও সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। কারণ মেন ইন ব্লুদের রানরেট প্রোটিয়াদের চেয়ে বেশি। সেমিফাইনালের বাকি ৩টি দল হলো- অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ়। বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।