এমবাপ্পে-মুলারদের ছাড়িয়ে কেইন, আরও যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৪, ১৬:৫৯
শেয়ার :
এমবাপ্পে-মুলারদের ছাড়িয়ে কেইন, আরও যত রেকর্ড

আর মাত্র ১ ম্যাচের অপেক্ষা। স্পেন-ইংল্যান্ডের ফাইনালের মাধ্যমেই নিষ্পত্তি ঘটবে চলমান ইউরোর। আজ দ্বিতীয় সেমিফাইনালে ঘুরে দাঁড়িয়ে ডাচদের ২-১ গোলে হারিয়েছে ইংলিশরা। প্রথমে ডাচদের হয়ে গোল দেন জাভি সিমন্স। পরে পেনাল্টি থেকে গোল আদায় করে ইংল্যান্ডকে সমতায় আনেন অধিনায়ক হ্যারি কেইন। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে ওলি ওয়াটকিনসের গোলে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। 

ইউরোর নকআউটে কেইনের এটি ষষ্ঠ গোল। এই প্রতিযোগিতার নকআউটে এখন সবচেয়ে বেশি গোল তারই। ইংলিশ এই ফরোয়ার্ড ছাড়িয়ে গেছেন ফ্রান্সের আঁতোয়ান গ্রিজমানকে (৫)। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে নকআউটে এখন কেইনের গোল সংখ্যা ৯টি। অন্য কোনো ইউরোপিয়ান ফুটবলারেরই এই রেকর্ড নেই। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে নক আউটে আটটি করে গোল আছে জার্মানির সাবেক ফুটবলার গার্ড মুলার, মিরোস্লাভ ক্লোসা এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও গ্রিজমানের। প্রত্যেকেরই গোল আটটি করে। 

আরও যত রেকর্ড

আগামী রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনালে নামবে ইংল্যান্ড। টানা দ্বিতীয়বার ফাইনালে খেলবে দলটি। ২০০৮ ও ২০১২ সালে (দুইবারই জয়ী) স্পেনের এই কীর্তির পর ইংল্যান্ডই এমনটা করে দেখাল। 

নিজেদের ফুটবল ইতিহাসে রবিবারের ম্যাচ হতে যাচ্ছে তাদের বড় কোনো টুর্নামেন্টের তৃতীয় ফাইনাল (১৯৬৬ সালের বিশ্বকাপ জয় ও ২০২০ ইউরোর ফাইনালে হার)। 

৮৯ মিনিট ৫৯ সেকেন্ড

৮৯ মিনিট ৫৯ সেকেন্ডের সময় গোল করেছেন ইংল্যান্ডের বদলি খেলোয়াড় ওলি ওয়াটকিন্স। দীর্ঘদিন পর শেষ মিনিটে গোল দেখা গেল ইউরোর নকআউট পর্বে। এর আগে ২০০৮ সালে তুরস্কের বিপক্ষে ইউরোর সেমিফাইনালে ৮৯ মিনিট ৩০ সেকেন্ডের সময় গোল করেছিলেন জার্মানির ফিলিপ লাম। 

ওয়াটকিন্সের লক্ষ্যভেদ চলমান ইউরো টুর্নামেন্টে নব্বইতম মিনিটে ইংল্যান্ডের চতুর্থ গোল। ইউরোর কোনো টুর্নামেন্টে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০০০ সালের ইউরোতে এমন ঘটনার জন্ম দিয়েছিল ফ্রান্স। 

ইউরোতে কেইনের এটি সপ্তম গোল। এই প্রতিযোগিতায় এত গোল আছে আর কেবল একজন ইংলিশ খেলোয়াড়েরই, তিনি অ্যালান শিয়েরার। 

২১ বছর ৮২ দিন

২১ বছর ৮২ দিনে গোল দিয়েছেন নেদারল্যান্ডসের জাভি সিমন্স। ইউরোর নকআউট ইতিহাসে এটিই সবচেয়ে কম বয়সী কোনো খেলোয়াড়েরর দেওয়া গোল। 

চলমান ইউরো টুর্নামেন্টের নকআউটে আজকের ম্যাচসহ ৫ বারই প্রথমে গোল করা দল হারল।