কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়ালেন উরুগুয়ের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৪, ১০:৩৫
শেয়ার :
কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়ালেন উরুগুয়ের ফুটবলাররা

কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে বিদায় নিল উরুগুয়ে। আর ম্যাচ হেরে হতাশায় মুড়ে থাকা উরুগুইয়ান কয়েকজন ফুটবলার হঠাৎ তেড়ে গেলেন গ্যালারির দিকে। এরপর কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতি, মারামারিতে জড়ালেন।

ম্যাচ শেষে কোপা আমেরিকার ব্রডকাস্টার ফক্স সকারে দেখা গেছে, ডাগআউটের পাশের সিঁড়ি বেয়ে গ্যালারিতে উঠে দর্শকদের সঙ্গে হাতাহাতি করছেন দারউইন নুনেস, হোসে মারিয়া হিমেনেস, মাক্সিমিলিয়ানো আরাউহোসহ উরুগুয়ের আরও কয়েকজন ফুটবলারা। এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকটাই স্পষ্ট, দর্শকদের সঙ্গে বিবাদে উরুগুয়ের প্রায় সব ফুটবলারের অংশগ্রহণ।

যদিও ব্রডকাস্টার চ্যানেলে দলের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেস জানান, মূলত পরিবারের সদস্যদের রক্ষা করতেই গ্যালারিতে তেড়ে গিয়েছিলেন তারা। তিনি বলেন, ‘তারা (কর্তৃপক্ষ) থামিয়ে দেওয়ার আগেই আমার কিছু বলা উচিত। কারণ পরে তারা মাইকের সামনে কিছু বলতে দেবে না। তারা চায় না এই বিপর্যয়ের ব্যাপারে আমি কিছু বলি।’

তিনি আরও বলেন, ‘দয়া করে সতর্ক থাকুন। আমাদের পরিবার গ্যালারিতে থাকে। সেখানে সদ্যোজাত শিশুরাও থাকে। এটি পুরোপুরি একটা বিপর্যয় ছিল। সেখানে কোনো পুলিশ ছিল না। তাই আমাদেরই পরিবারের সদস্যদের রক্ষা করতে হয়েছে।’

গুটিকয় দর্শককে দায় দিয়ে উরুগুয়ে অধিনায়ক বলেন, ‘এটি দুই-তিন জন দর্শকের ভুল, যারা অনেক বেশি পান করে ফেলেছিল এবং তারা জানে না কীভাবে পান করতে হয়।’