অস্ট্রেলিয়া সফরে এইচপির তিন ফরম্যাটের দল ঘোষণা
পাঁচ সপ্তাহের অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটের আলাদা তিনটি বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে চার দিনের ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন মাহমুদুল হাসান জয়। ওয়ানডে ম্যাচের সিরিজে দলনেতা করা হয়েছে আফিফ হোসেনকে, আর টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন আকবর আলী।
ডারউইনে দুটি চার দিনের ম্যাচ ও দুটি ওয়ানডে ম্যাচ খেলার পাশাপাশি একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে এইচপি দল। ৯ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রাথমিক পর্বে ৬টি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশের দলটি। এরপর থাকছে সেমি-ফাইনাল ও ফাইনাল।
আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা বেশ কজন ক্রিকেটার আছেন তিন দলেই। এছাড়াও উঠতি অনেক প্রতিভাবান ক্রিকেটারের পাশাপাশি আছেন এই বছর যুব বিশ্বকাপে খেলা কয়েকজন ক্রিকেটারও। যেখানে তিন সিরিজের দলেই জায়গা পেয়েছেন ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, আরিফুল ইসলাম, বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান এবং তিন পেসার মুকিদুল ইসলাম, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
চার দিনের ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল, যাদের কেতাবি নাম পাকিস্তান শাহিন্স। প্রথম ম্যাচটি শুরু ১৯ জুলাই, পরেরটি ২৬ জুলাই। আর একদিনের ম্যাচের একটিতে প্রতিপক্ষ পাকিস্তানের দলটিই, আরেকটিতে নর্দার্ন টেরিটরি। ম্যাচ দুটি হবে ১ ও ৬ অগাস্ট।
টি-টোয়েন্টির ৯ দলের ওই টি-টোয়েন্টি টুর্নামেন্টেও আছে এই তিনটি দল। পাশাপাশি আরও আছে সমানিয়ান টাইগার্স, এসিটি কমেটস এবং বিগ ব্যাশের চার দল পার্থ স্কর্চার্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স ও অ্যাডিলেইড স্ট্রাইকার্স। এই টুর্নামেন্ট শুরু ৯ অগাস্ট। বাংলাদেশ এইচপি দলের প্রথম ম্যাচ মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ১১ অগাস্ট।
গত ২১ মে স্ট্রেংথ ও কন্ডিশনিং ক্যাম্প দিয়ে শুরু হয়েছিল এইচপি দলের অনুশীলন পর্ব। এরপর বগুড়া, রাজশাহী ও মিরপুরে হয়েছে স্কিল ট্রেনিংয়ের ঝালাই। সেই অনুশীলন পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বুধবার। অস্ট্রেলিয়ার উদ্দেশে দল ঢাকা ছাড়বে শনিবার।
চারদিনের ম্যাচের সিরিজের দল: মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), শাহাদাত হোসেন (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আইচ মোল্লা, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।
একদিনের ম্যাচের সিরিজের দল: আফিফ হোসেন (অধিনায়ক), আকবর আলী (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।
টি-টোয়েন্টি সিরিজের দল: আকবর আলী (অধিনায়ক), মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, আলিস ইসলাম, আবু হায়দার, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।