কোপায় উরুগুয়ে দল থেকে ছিটকে গেলেন আরাউহো
চলমান কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন রোনাল্দ আরাউহো। ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে পাওয়া চোটে আসরের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না এই ডিফেন্ডার। আজ বুধবার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে।
এর আগে গত রবিবার ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারের টিকেট পায় উরুগুয়ে। সেই ম্যাচের প্রথমার্ধেই পায়ের চোটে মাঠ ছেড়ে যান আরাউহো।
জানা যায়, মূলত পেশিতে আঘাত পেয়েছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। তাই কলম্বিয়ার বিপক্ষে সেমি-ফাইনাল এবং এর পরের ম্যাচটি আর খেলতে পারবেন না তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, আরাউহোর চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রায় দুই মাসের মতো লেগে যেতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার ভোরে সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে।