বোনাস বণ্টনে অসন্তুষ্ট দ্রাবিড়, ছেড়ে দিচ্ছেন আড়াই কোটি রুপি

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১৩:২৬
শেয়ার :
বোনাস বণ্টনে অসন্তুষ্ট দ্রাবিড়, ছেড়ে দিচ্ছেন আড়াই কোটি রুপি

ক্রিকেটেরে অন্যতম ভদ্র তারকা রাহুল দ্রাবিড় আরও একবার দারুণ উদাহরণ সৃষ্টি করলেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দলকে তাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই ১২৫ কোটি রুপি বোনাস দেওয়ার ঘোষণা দেয়।

সেই বোনাসের অংশ হিসেবে প্রধান কোচ দ্রাবিড়ে জন্য ৫ কোটি রুপি বরাদ্দ রয়েছে। তবে অন্য কোচদের প্রতি বোনাসের অংকে অসমতা দেখে নিজের থেকে অর্ধেক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দ্রাবিড় ছাড়া কোচিং স্টাফের অন্য যারা সদস্য আছে, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচ তাদের জন্য বোনাসের অংক ধরা হয়েছে আড়াই কোটি রুপি। তবে এমন অসমতা মেনে নিতে পারেননি তিনি। তাই নিজের অংশ থেকে অর্ধেক ছেড়ে দিচ্ছেন।

হিন্দুস্তান টাইমসের বরাতে বলা হয়েছে, দ্রাবিড় ইতিমধ্যে বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তার প্রাপ্ত অর্থ থেকে আড়াই কোটি রুপি কমিয়ে দেওয়া হোক। যেখানে তিনি ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচ থেকে বেশি পেতে চান না।

এ নিয়ে বিসিসিআই এর এক সূত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘রাহুল অন্য কোচদের মতো নিজেও আড়াই কোটি বোনাস চান। আমরা তার এই মতামতকে সম্মান জানাই।’

এদিকে রাহুল দ্রাবিড় এর আগেও একবার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি সেবার ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন। দল শিরোপা জেতায় তাকে বোনাস হিসেবে ৫০ লাখ রুপির দেওয়ার ঘোষণা দেওয়া হয়। যেখানে অন্য কোচদের ২০ লাখ রুপি ছিল। আর ক্রিকেটারদের ৩০ লাখ রুপি।

তবে তখন দ্রাবিড় এই বোনাস নিতে অস্বীকার করেন। পরে বিসিসিআই প্রত্যেক কোচিং সদস্যকে ২৫ লাখ করে দেওয়ার নতুন ঘোষণা দিয়েছিল।