আইসিসির মাস সেরা ভারতের দুই ক্রিকেটার, হলো রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন জাসিপ্রত বুমরাহ। এবার আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হলেন তিনি। পুরুষ বিভাগে বুমরাহর পর নারী বিভাগেও পুরস্কার গেছে ভারতের ঘরে। নারীদের ক্রিকেটে জুনের সেরা ক্রিকেটার হয়েছেন ভারতের ওপেনিং ব্যাটার স্মৃতি মান্ধানা।
বুমরাহ কিংবা মান্ধানা; এবারই প্রথম আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দুজন। এছাড়া পুরস্কারটির ইতিহাসে এই প্রথম এক মাসে দুই বিভাগেই সেরার পুরস্কার জিতলেন একই দেশের ক্রিকেটার।
বুমরাহ পেছনে ফেলেছেন সতীর্থ রোহিত শর্মা ও আফগানিস্তানের রাহমানউল্লাহ গুরবাজকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্ধর্ষ পারফর্ম করেছেন বুমরাহ। মাত্র ৮.২৬ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। তবে তার সবচেয় উল্লেখযোগ্য ব্যাপার ছিল, ইকোনমি। ওভারপ্রতি মাত্র ৪.১৭ করে রান দিয়েছেন তিনি।
নারী বিভাগে সেরা হওয়া মান্ধানা পেছনে ফেলেছেন ইংল্যান্ডের মায়া বুশিয়ে, শ্রীলঙ্কার ভিশ্মি গুনারাত্নেকে। গত মাসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ভারত। এই তিন ম্যাচের দুটিতেই সেঞ্চুরি করেন মান্ধানা। আরেক ম্যাচে সেঞ্চুরির দরজায় গিয়ে আউট হন ৯০ রানে। এছাড়া মাসের শেষ দিকে প্রোটিয়াদের বিপক্ষে একমাত্র টেস্টে ১৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন মান্ধানা।