‘এই বিশ্বকাপ রোহিতের জন্যই’, ব্যাখ্যা করলেন কুলদীপ

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ১৬:০৬
শেয়ার :
‘এই বিশ্বকাপ রোহিতের জন্যই’, ব্যাখ্যা করলেন কুলদীপ

১১ বছরের শিরোপাখরা ভেঙে রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বহুল আকাঙ্খিত এই শিরোপা জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা স্পিনার কুলদীপ যাদব তো মনে করেন, এই বিশ্বকাপ ছিল রোহিতের জন্যই। 

টুর্নামেন্টে ব্যাট হাতে ২৫৭ রান করেছেন রোহিত। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও পেয়েছেন ফিফটি। 

রোহিতকে নিয়ে কুলদীপ বলেন, ‘তিনি (রোহিত) যেভাবে পরিকল্পনা করেছেন এবং যেভাবে দলকে ভালোবেসেছেন, এই বিশ্বকাপ তার জন্যই ছিল। টিম মিটিংয়ে তিনি যেই ইনটেন্ট (ইতিবাচক মানসিকতা) ও কৌশল বর্ণনা করতেন, তিনি সেটা টুর্নামেন্ট চলাকালে ব্যাটিংয়ের সময় দেখিয়েছেন, সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। দলের প্রতি অবদানের জন্য এই তিনজনের ভূয়সী প্রশংসাও ঝড়ে কুলদীপের কণ্ঠে। 

চায়নাম্যান এই স্পিনার বলেন, ‘সম্ভবত এর চেয়ে ভালো কোনো অনুভূতি নেই। ফাইনালে বিরাট ভাই ৭০-এর বেশি রান করেছে, ম্যাচ সেরা পুরস্কার জিতেছে। আমি নিশ্চিত, নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে সে খুব খুশি, একই কথা রোহিতের ক্ষেত্রেও। জাদেজার জন্যও, বিগত কয়েক বছর ধরেই মেধাবী ক্রিকেট খেলেছেন তিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ খেলার সুযোগ না পেলেও কুলদীপের পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। মাত্র ৪ ম্যাচ খেলেই নিয়েছেন ১০ উইকেট। চলমান জিম্বাবুয়ে সফরে বিশ্রামে আছেন তিনি। তবে আসন্ন শ্রীলংকা সফরে আবারও দেখা যেতে পারে কুলদীপকে।