বিশ্বকাপে ব্রাজিল দেখিয়ে দেবে, বললেন দরিভাল
দীর্ঘদিন ধরেই উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই ব্রাজিল ফুটবলের। শিরোপাখরা কাটাতে নিয়োগ দেওয়া হয়েছিল দরিভাল জুনিয়রকে। তবে তাতে ফল মিলছে না। সবশেষ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। দরিভালের কৌশলও পড়েছে প্রশ্নের মুখে। তবে এবার ব্যর্থ হলেও পরবর্তী বিশ্বকাপে তার দল সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো পারফরম্যান্স করবে বলেও বিশ্বাস দরিভালের।
২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হবে পরবর্তী বিশ্বকাপ। সেখানে ব্রাজিল দল সাফল্যে ভাসবে বলে মনে করেন দরিভাল, ‘এখন যারা বেশি কথা বলছে, আগামী দুই বছরের মধ্যে আমাদের জাতীয় দলের আরেকটি বড় সাফল্য হজম করতে হবে তাদের। শান্ত থাকুন, ধৈর্য ধরুন ও আমাদের উন্নতির প্রক্রিয়ার দিকে চোখ রাখুন। কোপা আমেরিকায় আরও ভালো করতে পারলে ভালো লাগত। তবে বুঝতে হবে এটি একটি প্রক্রিয়া।’
ফুটবলে বড় শক্তির অন্যান্য দলগুলোর উদাহরণ টেনে দরিভাল বলেন, ‘অনেক বছর ধরেই একই কোচের অধীনে খেলছে ফ্রান্স। ফুটবলারও আগের যারা, তারাই আছেন। স্পেনের অবস্থা অনেকটা আমাদের মতো ছিল কিন্তু তারা এগিয়ে গেছে। আর্জেন্টিনা দলের বয়স হচ্ছে তবে তাদের হারানো কঠিন। ব্রাজিল অনেক পিছিয়ে গেছে।’
গত জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন দরিভাল জুনিয়র। ৬ মাস না যেতেই তাকে ছাঁটাইয়ের আবদার উঠেছে। অবশ্য এই সময়ে তিনি পাননি দলের সেরা তারকা নেইমার জুনিয়রকেও। নেইমারের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘নেইমার বিশ্ব ফুটবলের সেরাদের একজন। সৃষ্টিকর্তা চাইলে আবার মাঠে ফিরবে সে। তাকে সেরা ছন্দে পেতে চাইলে আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। তাকে যথেষ্ট সময় দিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না।’
পরবর্তী বিশ্বকাপ বাছাইয়ে খুব একটা ভালো অবস্থায় নেই ব্রাজিল। ৬ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের দশ দলের মধ্যে আছে ছয় নম্বরে।