বিপিএলের প্রশংসা করে পিএসএলের সমালোচনা করলেন লতিফ
পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেটের কঠোর সমালোচনা করেছেন তিনি। এ সময় তিনি টেনে আসেন দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) প্রসঙ্গও।
পিএসএলের সমালোচনা করে লতিফ বলেন, ‘যারা পিএসএলের ধারণা দিয়েছিল তাদের এক বছরের মধ্যে বের করে দেওয়া হয়েছিল। তাদের এটি আরও বড় করার একটি দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু এটি কখনোই ঘটেনি। পিএসএলের চেয়ে বিপিএলে বেশি বিদেশি ক্রিকেটার আছে। সেখানে মঈন আলি আছে, ডেভিড মিলার আছে; এ কারণেই যে তাদের টাকা আছে। আমরা উন্নতি করতে পারিনি।’
ক্রিকেটে ভারত ও পাকিস্তানকে বলা হয় চিরপ্রতিদ্বন্দ্বী। যদিও দুই দেশের মধ্যে এখন আর দ্বিপক্ষীয় সিরিজ দেখা যায় না। সবশেষ ২০১২-১৩ সালে একটি ওয়ানডে সিরিজ খেলেছিল এই দুই প্রতিবেশী দেশ। বর্তমানে দুই দেশের দেখা হওয়ার একমাত্র মাধ্যম এশিয়ান ও আইসিসি টুর্নামেন্ট। তবে সেখানে ভারতের সঙ্গে পেরে উঠছে না পাকিস্তান। পাকিস্তানের সাবেক ক্রিকেটার এক্ষেত্রে প্রশংসা করলেন ভারতের ক্রিকেট কাঠামোর।
লতিফ মনে করেন, ভারত সিনেমার মতোই ক্রিকেটকে একটি ব্যবসায়িক রূপ দিতে পেরেছে। অন্যদিকে, পাকিস্তানে ক্রিকেট এখনো শখ করে খেলা হয়। এ কারণেই আগাতে পারছে না তার দেশ।
লতিফ বলেন, ‘ভারত তাদের সিনেমা শিল্পের মতোই ক্রিকেট শিল্প গড়ে তুলেছে। আমরা ক্রিকেটকে শখ হিসেবে দেখি, এ কারণেই আমরা একে ব্যবসায় রূপ দিতে পারছি না। পিএসএল (পাকিস্তান সুপার লিগ) যেভাবে শুরু হয়েছিল সেখানেই আছে। সর্বোচ্চ বেতন এখানে ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এটা তারা বাড়াতে পারে না কেন? কেন আমরা মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মতো খেলোয়াড় নিতে পারি না? কারণ, আমাদের টাকা নেই তাই কোনো ব্যবসাও নেই।’
বিদেশি কোচরাও ভারতের উন্নতিতে ভূমিকা রেখেছে বলে মনে করেন লতিফ, ‘ব্যাপারটা এমন না যে ভারত সাম্প্রতিক সময়েই দুর্দান্ত শক্তি হয়ে উঠেছে। ২০০৭, ২০২২, ২০১৫ বিশ্বকাপে ফিরে যান। তারা বিদেশি কোচদের কাছে অনেক শিখেছে এবং একই সময়ে মাঠ পর্যায়েও কাজ করেছে। এরপর এল আইপিএল। এখন তাদের চিন্তাভাবনা দারুন। দিল্লি ক্যাপিটালসে তাদের (রিকি) পন্টিং আছে, হাসি (মাইক), ব্রাভো (ডোয়াইন) আছে। কিন্তু আমরা কী করতে পারছি।’