আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ১০:৩৭
শেয়ার :
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

আজ রাতে ইউরোর প্রথম সেমিফাইনাল মুখোমুখি স্পেন ও ফ্রান্স। কোপার সেমিফাইনালে আগামীকাল সকালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের খেলার সময়সূচি:

ইউরো-২০২৪ সেমিফাইনাল:

স্পেন-ফ্রান্স

রাত ১টা, টি স্পোর্টস।

কোপা আমেরিকা-২০২৪ সেমিফাইনাল:

আর্জেন্টিনা-কানাডা

আগামীকাল সকাল ৬টা, টি স্পোর্টস।

উইম্বলডন:

কোয়ার্টার ফাইনাল

সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, ২।

লঙ্কা প্রিমিয়ার লিগ:

ক্যান্ডি-জাফনা

বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস।