অকালে চলে গেলেন ফুটবলার মিথিলা
বাংলাদেশের সাবেক ফুটবলার মিথিলা আক্তার আর নেই। মাত্র ২৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সেখানে জানানো হয়েছে, গত ৭ জুলাই রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দীর্ঘদিন ধরে লিভার আর শ্বাসকষ্টের জটিলতায় কষ্ট পাওয়া এই ফুটবলার।
দুটি বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন মিথিলা। তিনি খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ আর ১৬ দলের হয়ে।
মিথিলার এমন অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাফুফের সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।