কোটা পদ্ধতি ক্রমান্বয়ে বিলুপ্ত করতে হবে
আ স ম রব, সভাপতি, জেএসডি
সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি সীমিত ও ক্রমান্বয়ে বিলুপ্তির আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতকা উত্তোলক ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির হিরণ¥য় সন্তান, কোনোভাবেই অনগ্রসর অংশ নয়। কারও বীরত্ব হস্তান্তরযোগ্য নয়। আওয়ামী লীগ ৫৩ বছর পরও মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে অপকৌশলের আশ্রয় নিচ্ছে। বিদ্যমান সরকারের কাছে সুযোগের সমতা বিবেচনাতেই নেই। চাকরিতে কোটা পদ্ধতি প্রমাণ করে যে, দেশে কাক্সিক্ষত উন্নতি হয়নি।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারে পাঁচ দফা তুলে ধরেন আ স ম রব। সেগুলো হলো- ঐতিহাসিক প্রেক্ষাপটে শুধু শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার অন্তর্ভুক্তকরণ, সমাজে নাগরিকদের অনগ্রসর অংশ চিহ্নিতকরণ ও সুনির্দিষ্টকরণ, সৎ ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতকরণ, সব ধরনের কোটা মিলে সর্বোচ্চ ১-৫ শতাংশের মধ্যে সীমিতকরণ ও অনির্দিষ্টকালের জন্য কোটা পদ্ধতি রহিতকরণ, অনগ্রসর অংশের উন্নয়ন নিশ্চিত করে ক্রমান্বয়ে কোটা পদ্ধতি বিলোপসাধন। ছাত্রদের চলমান জাগরণের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক অবিলম্বে কোটা সংস্কারসংক্রান্ত তার পাঁচ দফা দাবি মেনে নিয়ে সংকটের সুষ্ঠু সমাধানের আহ্বান জানান তিনি।