‘আমি শূন্য রানে আউট হওয়ায় খুশি হয়েছিলেন যুবরাজ’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে ভারত ক্রিকেট দল। তবে বিশ্বকাপের স্কোয়াডে থাকা সবাইকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়েতে যায় সম্পূর্ণ নতুন দল। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের যাত্রাটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যায় ১৩ রানে।
প্রথম ম্যাচে হারলেও রবিবার দ্বিতীয় ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ১০০ রানের বিশাল জয় পায় শুভমান গিলের দল। ৪৭ বলে ১০০ রান করে দলের বড় এই জয়ের নায়ক অভিষেক শর্মা। প্রথম ম্যাচে শূন্য রানেই আউট হয়েছিলেন সবশেষ আইপিএল বিধ্বংসী ব্যাটিং করা এই খেলোয়াড়। সেই ম্যাচের পর অভিষেকের কথা হয়েছিল ক্রিকেটে তার মেন্টর ও ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংয়ের সঙ্গে। শূন্য রানে আউট হওয়ার পর নাকি যুবরাজ খুশি হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচের পর এমনটাই জানালেন অভিষেক।
অভিষেক বলেন, ‘আমি গতকালও (শনিবার) তার সঙ্গে কথা বলেছি এবং জানি না কেন তিনি খুব খুশি ছিলেন যখন আমি শূন্য রানে আউট হয়েছি। তিনি বলেছিলেন, সেটা ভালো একটি শুরু ছিল কিন্তু তিনি অবশ্যই আমার পরিবারের মতোই গর্বিত ও খুশি হয়েছেন।’
ক্যারিয়ারের এমন উত্থানের জন্য যুবরাজকে কৃতিত্ব দিয়ে অভিষেক বলেন, ‘এসব কিছু সম্ভব তার জন্যই হয়েছে, আমাকে গড়ে তুলতে যে কঠোর পরিশ্রম করেছেন তিনি। গত দুই-তিন বছর ধরে তিনি শুধু আমার ক্রিকেটের জন্যই নয় মাঠের বাইরের অনেক ব্যাপারেও অনেক সহায়তা করেছেন।’
ভারতের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করার পর অভিষেককে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুবরাজও। তিনি লিখেছেন, ‘খুব ভালো করেছো, তোমাকে নিয়ে গর্বিত, তুমি এর প্রাপ্য। এমন আরও অনেক (ইনিংস) আসবে, এটা কেবল শুরু।’
সেঞ্চুরি করার ম্যাচে ব্যাট ধার দেওয়ায় অভিষেক ধন্যবাদ জানিয়েছেন দলের অধিনায়ক ও পাঞ্জাবে তার সতীর্থ শুভমান গিলকে। অভিষেক বলেন, ‘বিশেষ ধন্যবাদ শুভমান গিলকে, সময়মতো তিনি ব্যাট দিয়েছেন আমাকে। এটা আমার ও দলের জন্য খুবই প্রয়োজনীয় একটি ইনিংস ছিল।’
শুভমানের ব্যাট দিয়ে এবারই প্রথম খেলছেন না অভিষেক। বয়সভিত্তিক দল থেকেই চলে আসছে এটি। অভিষেকের ভাষ্য, ‘এটা অনূর্ধ্ব-১৪ দলে খেলার সময় থেকেই চলে আসছে। যখনই আমি তার ব্যাট দিয়ে খেলেছি আমি ভালো খেলেছি। আজকেও একই ঘটনা ঘটল। আমি তার ব্যাট দিয়ে খেলেছি, যেটা পেতে অনেক কষ্ট হয়েছে। সে এটা সহজে দেয়নি।’