অভিনেত্রী বিয়ে করছেন কি না, খোলাসা করলেন কুলদীপ

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৪, ১৫:৫০
শেয়ার :
অভিনেত্রী বিয়ে করছেন কি না, খোলাসা করলেন কুলদীপ

ভারতের সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে বড় অবদান রেখেছেন কুলদীপ যাদব। গ্রুপপর্বের ম্যাচগুলোতে না খেললেও নকআউট পর্বে তার বলে নাকানি-চুবানি খেয়েছেন প্রতিপক্ষের ব্যাটাররা। কিছুদিন আগেই বিশ্বকাপ জিতে দেশে ফিরেছেন কুলদীপসহ ভারতের অন্যান্য ক্রিকেটাররা। এরপর মুম্বাইয়ে শিরোপ উৎসব করে সবাই ফিরে গেছেন নিজ নিজ বাড়িতে। 

ভারত দলের অন্যতম স্পিনার কুলদীপ ফিরে গেছেন তার গ্রামের বাড়ি কানপুরে। সেখানে পৌঁছানোর পর শতশত সমর্থক সংবর্ধনা দিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন কুলদীপকে। টুর্নামেন্টে ১০ উইকেট নেওয়া এই চায়নাম্যান স্পিনারকে আতশবাজি, ঢোল ও সংগীতের মাধ্যমে সম্মান জানান সেখানকার মানুষ।

কুলদীপের বিয়ের গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। এমনকি বলিউডের কোনো তারকাকে বিয়ে করছেন এমন কথাও শোনা গেছে। তবে এমন দাবি উড়িয়ে দিয়েছেন কুলদীপ। বিয়ের সত্যতা স্বীকার করলেও তিনি বলিউড তারকা নন বলে স্পষ্ট করেছেন এই স্পিনার। 

কুলদীপ বলেন, ‘আপনারা শিঘ্রই ভালো সংবাদ (বিয়ে) শুনবেন কিন্তু সে কোনো অভিনেত্রী নয়। এটা গুরুত্বপূর্ণ যে সে আমার ও আমার পরিবারের খেয়াল রাখবে।’

মুম্বাইয়ের পর কানপুরেও সংবর্ধনা পেয়েছেন হার্দিক। তবে ভারতে নেমে সবার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন রোহিত শর্মারা। কুলদীপ বলেন, ‘আমরা খুব খুশি। আমরা এটির (বিশ্বকাপ) জন্য অনেকদিন অপেক্ষা করেছি। আমাদের লোকদের এখানে দেখা দারুণ ব্যাপার। বিশ্বকাপ জিতে আসা দারুণ আনন্দের। এটি আমাদের (ক্রিকেটারদের) চেয়েও বেশি ভারতের...তার (মোদি) দেখা করাও দারুণ ব্যাপার ছিল।’